হুজুরে কার হবে রে নিকাশ দেনা।
পঞ্চ জন আছে ঘরে বেরাদর
তার ষোল জনা।।
পণ্ডিত এ পাঠের কাছে
জনম ভরে শুধায় এসে
ঘোর গেল না।
পরে লয় পরের খবর
নিজের খবর নিজে হয় না।।
ক্ষিতি জল বাউ হুতাশনে
যার যার বস্তু সেই সেখানে
মিশবে তাই (মনা)
আকাশে মিশবে আকাশ
জানা গেল পঞ্চ বেনা।।
দেহের আত্মা কর্তা কারে গলি
আওনা যাওনা।
সেই মহলে লালন কোন জন
তাও লালনের ঠিক হল না।।
বাউল কবি লালন শাহ, পৃ. ২৮০
Leave a Reply