দ্বি [ dbi ] বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই।
[সং.]।
দ্বিকর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত।
দ্বিখণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত।
দ্বিগু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন।
দ্বিগুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল।
দ্বিগুণিত, দ্বিগুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন।
দ্বিঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic.
দ্বিচারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়।
দ্বিচারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী।
দ্বিজ, দ্বিজন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3(বিরল) দন্ত।
স্ত্রী. দ্বিজা।
দ্বিজপতি, দ্বিজরাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র।
দ্বিজাতিতত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত।
দ্বিজিহ্ব বি.1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী।
দ্বিজেন্দ্র, দ্বিজোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ।
দ্বিতল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)।
দ্বিতীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক।
দ্বিতীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে।
দ্বিতীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ।
দ্বিতীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন।
দ্বিত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)।
দ্বিদল বিণ. দুটি পাতাযুক্ত।
☐ বি. ডাল।
দ্বিধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)।
☐ বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)।
☐ বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)।
দ্বিধাকরণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা।
দ্বিধাগ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত।
দ্বিনবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই।
দ্বিনবতিতম বিণ. 92 সংখ্যক।
স্ত্রী. দ্বিনবতিতমী।
দ্বিপ বি. হাতি।
দ্বিপঞ্চাশত্ বি. 52 সংখ্যা।
দ্বিপঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক।
স্ত্রী. দ্বিপঞ্চাশত্তমী।
দ্বিপদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে।
☐ বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী।
দ্বিপদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ।
দ্বিপাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত।
দ্বিপ্রহর বি. দুপুর, মধ্যাহ্ন।
দ্বিবচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি।
দ্বিবার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)।
দ্বিবিধ বিণ. দুই রকম।
দ্বিভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট।
☐ বি. দুই ভাব।
দ্বিভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন।
দ্বিভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট।
দ্বিমত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)।
দ্বিমাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা।
দ্বিরদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি।
দ্বিরদরদ বি. গজদন্ত।
দ্বিরাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার।
দ্বিরুক্তবিণ দুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
দ্বিরুক্ত বি দুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
দ্বিরুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)।
দ্বিরেফ বি. ভ্রমর।
দ্বিশত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত।
দ্বিশততম বিণ. 2 সংখ্যক।
স্ত্রী. দ্বিশততমী।
দ্বিসপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর।
দ্বিসপ্ততিতম বিণ. 72 সংখ্যক।
স্ত্রী. দ্বিসপ্ততিতমী।
Leave a Reply