দ্বন্দ্ব [ dbandba ] বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দভালোর দ্বন্দ্ব, ‘হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব’: রবীন্দ্র); 2 যুদ্ধ বা শত্রুতা; 3 দ্বিধা বা সংশয় (মনের দ্বন্দ্ব ঘুচানো); 4 (ব্যাক.) সমান প্রাধান্যপূর্ণ উভয় পদের সমাসবিশেষ যথা পাপপুণ্য, শীত-গ্রীষ্ম; 5 যুগল, মিথুন।
[সং. দ্বি + দ্বি (নি.)]।
দ্বন্দ্বজ বিণ. কলহ থেকে উত্পন্ন বা সৃষ্ট।
দ্বন্দ্বযুদ্ধ বি. দুইজনের মধ্যে লড়াই।
দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন।
দ্বন্দ্বী (-ন্দ্বিন্) বিণ. দ্বন্দ্বকারী।
Leave a Reply