দৌড় [ dauḍ় ] বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)।
[< সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]।
দৌড়ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)।
দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2বেগে পলায়ন করা।
দৌড়াদৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি।
দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply