শহরে ষোল জনা বোম্বেটে
করিয়ে পাগলপারা নিলো তার সব লুটে।।
পাঁচ জন ধনী ছিল
তারা সব ফতুর হল
কারবারে ভঙ্গ দিল
কখন জানি যায় উঠে।।
রাজেশ্বর রাজা যিনি
চোরেরও শিরোমণি
নালিশ করিব আমি
কোনখানে কার নিকটে।।
গেল গেল ধন-মান নামায়
খালি ঘর দেখি জমায়
লালন কয়, খাজনার দায়
তাও কবে যায় লাটে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২২৩
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫৫
হারামণি, ৮ম খণ্ড, পৃ. ২৮
লালন-গীতিকা, পৃ. ১৪
Leave a Reply