দোঁহা1 [ dōm̐hā1 ] বি. অপভ্রংশে ও মধ্যযুগের হিন্দিতে প্রচলিত ছন্দোবিশেষ অথবা উক্ত ছন্দের দুই চরণবিশিষ্ট পদ (কবিরের দোঁহা)।
[হি. দোহা < সং. দ্বি]।
দোঁহা2 [ dōm̐hā2 ] সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়।
[সং. দ্বি]।
দোঁহার, দোঁহাকার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)।
দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে (‘দোঁহারে দেখিছে দোঁহে’)।
Leave a Reply