মানবদেহের ভাব জেনে কর সাধনা।
দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
কিছু হবে না।।
মুণ্ডেতে ‘মিম’ আলো
‘হে’তে মগজ ছিল
‘তে’ ‘যে’ তে দুই কান জানা গেল
‘আয়েন’ ‘গায়েনে’ দুই নয়না।।
অধর যুগলে ‘লাম’ ‘মিম’
সর্ব অঙ্গে ‘আলেফে’র চিন
আরও দু বাজুতে ‘সিন’ ‘ছিন’
মুখেতে ‘বে’র গঠনা।।
‘লাম’ ‘আলিফ’ নাসিকাখানি
‘ছিয়া’তে দুই কন্ঠধ্বনি
‘মিমে’ হয় জেকের ধ্বনি
‘হে’ তে হাড়ের গঠনা।।
‘ফে’তে ফোঁফড়া পানি পুরা
‘কাফে’তে কলিজা ঘিরা
আরও বড় ‘কাফ’ নাড়িতে ঘিরা
‘জে’তে দমের ঠিকানা।।
‘তই’ ‘জই’ তিল্লিতে ছিল
‘ছোয়াত’ ‘দোয়াত’ হৃদে রাখিল
‘নফস’তে ‘নু’ হরফ হল
রূপেতে ভেদ যায় জানা।।
আরও টিমটিমারী ‘হামজা’ আরে
জেনে নেও মুরশিদের ধারে
‘দাল’ ‘জাল’ দুই জানুর ‘পরে
দলিতে তার নিশানা।।
দশ হরফে সাধনের গতি
সাধনে জ্বলে জ্ঞানের বাতি
নিষ্ঠায় রেখ রতি মতি
গুরু কর ভজনা।।
আরও লাহুত নাছুত মলকুত জবরুত
ছয় লতফা ঐ দেহে মজুত
দরবেশ লালন কয়, দিয়াছে মাবুদ
এই ‘জি’তে কেন খোঁজ না।।
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৭৩
Leave a Reply