দো- [ dō- ] বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)।
[হি. দো < সং. দ্বি]।
দোআনি — দ্র দু।
দোআব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ।
দোআঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)।
দোআঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত।
দোকর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)।
দোকলা, দোকা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)।
দোচালা বিণ. বি. দু দ্র।
দোছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ।
দোছুট, দোছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর।
দোতরফা দ্র দু।
দোতলা, দোতালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট।
☐ বি. পাকা বাড়ির দ্বিতীয় তল।
দোতারা, দোধারি, দোনলা, দোনালা, দোপেয়ে — দ্র দু।
দোপড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)।
দোফলা, দোফলা বিণ.1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)।
দোফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)।
দোফাল, দোফালি — দ্র দু।
দোভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে।
☐ বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter.
দোমনা, দোমুখো, দোমেটে, দোয়ানি – দ্র দু।
দোয়াব-দোআব -এর বানানভেদ।
দোরকা, দোরোকা, দোরোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)।
দোরসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)।
দোশালা বি. শালের জোড়া।
দোসুতি দ্র দু।
দোহাতিয়া – দুহাতিয়া -র রূপভেদ।
Leave a Reply