দেশ [ dēśa ] বি.
1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি);
2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন);
3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ);
4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম);
5 নিজের গ্রাম (দেশের বাড়ি);
6 অঞ্চল (মেরুদেশ);
7 দিক (দক্ষিণদেশের লোক);
8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ);
9 সংগীতের রাগবিশেষ।
[সং. √ দিশ্ + অ]।
দেশকাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি।
দেশকালপাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি।
দেশকালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী।
দেশছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন।
দেশজ বিণ. দেশে উত্পন্ন, দেশি।
দেশজোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)।
দেশত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া।
দেশত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন।
দেশদ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা।
দেশদ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন।
বি. দেশদ্রোহিতা।
দেশপ্রসিদ্ধ, দেশবিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন।
দেশপ্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়।
দেশপ্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক।
দেশবন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ।
দেশবরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত।
দেশবাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন।
দেশবিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)।
দেশব্যাপী (-পিন্), দেশময় বিণ. দেশজোড়া -র অনুরূপ।
দেশভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো।
দেশময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী।
দেশমাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি।
দেশসেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন।
দেশহিত বি. দেশের মঙ্গল।
দেশহিতব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প।
☐ বিণ. দেশের মঙ্গলই যার ব্রত।
দেশহিতব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন।
দেশহিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ।
দেশদেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ।
Leave a Reply