দেখ রে দিন কোথা হইতে হয়।
কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়।।
রাত্রদিনের খবর নাইরে যার
কিসের একটা উপাসনা তার
নাম গোয়ালা কাজি ভক্ষণ, ফকিরি তার তেমন প্রায়।।
দয় দমে দিন চালাচ্ছে বারি
কয় দমে রজনী আখেরী
আপন ঘরের নিকাশ করে, যে জানে সে মহাশয়।।
বাহির খুঁজে কে, যাবে জানা
কারিগরের কিবা গুণপনা
অধীর লালন বলে, তিনটি তারে অনন্ত রূপ কল খাটায়।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২২০-২১
‘লালন’গীতিকা’য় অন্তরা-সঞ্চারীর স্থান-বদল হয়েছে। দুটি চরণে এরূপ কথান্তর আছেঃ
১. নাম গোয়ালা কাজি সার
২. সামান্যেত কি যাবে জানা। -পৃ. ৭৭
‘নাম গোয়ালা কাজি ভক্ষণ’ প্রবাদটি প্রচলিত আছে।
Leave a Reply