দেওয়াল, (কথ্য) দেয়াল [ dēōẏāla, (kathya) dēẏāla ] বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)।
[ফা. দীবার]।
দেওয়ালগিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়।
দেওয়ালঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock.
দেওয়ালপঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার।
Leave a Reply