দেওয়ান [ dēōẏāna ] বি. 1 রাজস্বমন্ত্রী, খাজাঞ্চি; 2 রাজসভা, মন্ত্রণাসভা, মন্ত্রিপরিষদ।
[ফা. দীবান্]।
দেওয়ান-ই-আম বি. সাধারণ রাজদরবার; লোকসভা।
দেওয়ান-ই-খাস বি. মন্ত্রিসভা।
দেওয়ানি বি. 1 বৃত্তি, অধিকার, কর্তব্যকর্ম; 2 রাজস্বসংক্রান্ত অধিকার বা কর্ম।
☐ বিণ. 1 দেওয়ানের কার্যাদিবিষয়ক; 2 রাজস্ববিষয়ক; 3 দাবি বা অধিকারসম্বন্ধীয়; অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন, civil (দেওয়ানি মোকদ্দমা)।
Leave a Reply