দৃঢ়মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2(আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়।
দৃঢ়সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ।
দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা।
দৃঢ়ীকৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন।
দৃঢ়ীভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া।
দৃঢ়ীভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত।
Leave a Reply