দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, ‘দূরের বন্ধু’: রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)।
☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন (‘দূরদেশী সেই রাখাল ছেলে’: রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।
☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)।
[সং. দূর + √ ই + র]।
দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)
দূরগ, দূরগামী(-মিন্) বিণ. দূরে গমন করে এমন।
স্ত্রী. দূরগামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)।
দূরত (-তস্), (বর্জি.) দূরতঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে।
দূরতা, দূরত্ব বি. ব্যবধান; পার্থক্য।
দূরদর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3পরিণামদর্শন, দূরদৃষ্টি।
দূরদর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে।
বি. দূরদর্শিতা।
দূর দূরঅব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি।
দূরদূরান্ত বি. বহু দূরবর্তী স্হান।
দূরদৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি।
দূরবর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)।
বি. দূরবর্তিতা।
স্ত্রী. দূরবর্তিনী।
দূরবীক্ষণ, দূরবিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope.
দূরভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone.
দূরশ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন।
দূরস্হ, দূরস্হিত বিণ. দূরের, দূরবর্তী।
দূরহি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে।
দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি।
দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)।
দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান।
দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)।
দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো।
দূরীকৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত।
দূরীভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া।
দূরীভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।
Leave a Reply