দুহা, দোহা, (কথ্য) দোয়া [ duhā, dōhā, (kathya) dōẏā ] ক্রি. দোহন করা (দুধ দোয়া)।
☐ বি. দোহন।
[সং. √ দুহ্ + বাং. আ]।
দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)।
☐ বি. উক্ত অর্থে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply