দুষ্ট [ duṣṭa ] বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)।
[সং. √ দুষ্ + ত]।
দুষ্টকর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী।
দুষ্টক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ।
দুষ্টগ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ।
দুষ্টচক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle.
দুষ্টবুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)।
দুষ্টব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ।
দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী।
দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট।
Leave a Reply