দুষা, (চলিত) দোষা [ duṣā, (calita) dōṣā ] ক্রি. দোষ দেওয়া, দোষারোপ করা (এর জন্যে আমাকে দুষছ কেন?)।
☐ বি. উক্ত অর্থে (এর জন্যে আমাকে দোষা উচিত নয়)।
[সং. √ দুষ্ + বাং. আ]।
দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া (‘হাওয়া দূষিয়া উঠিল’: রবীন্দ্র)।
Leave a Reply