দুনিয়া [ duniẏā ] বি. পৃথিবী, জগত্ (দুনিয়াশুদ্ধ লোক, এই দুনিয়ায় কেউ কারও নয়)।
[আ. দুন্য়া]।
দুনিয়াজো়ড়া বিণ. পৃথিবী ব্যাপী (দুনিয়াজোড়া খ্যাতি)।
দুনিয়াদার বিণ. বি. 1 সাংসারিক বুদ্ধিসম্পন্ন; 2 সংসারী; 3 বিষয়বুদ্ধিসম্পন্ন বা স্বার্থবুদ্ধিসম্পন্ন (‘শোন্ রে মালিক দুনিয়াদার’: সুকান্ত)।
দুনিয়াদারি বি. 1 সাংসারিক বুদ্ধি; 2 সংসারধর্ম; 3 বিষয়বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি।
দুনিয়ার বার বি. বিণ. সৃষ্টিছাড়া।
Leave a Reply