দুগ্ধ [ dugdha ] বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর।
[সং. √ দুহ্ + ত]।
দুগ্ধদা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)।
দুগ্ধপোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)।
দুগ্ধফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)।
দুগ্ধবতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী।
দুগ্ধবিকার বি. ছানা।
Leave a Reply