দুঃখ [ duḥkha ] বি.
1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না);
2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম);
3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)।
[সং. √ দুঃখ্ + অ]।
দুঃখকর, দুঃখজনক, দুঃখদায়ক, দুঃখদায়ী (-য়িন্), দুঃখপ্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক।
দুঃখদায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন।
দুঃখধান্ধা বি. কঠিন চেষ্টা।
দুঃখবাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ।
দুঃখবাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী।
দুঃখময় বিণ. কষ্টপূর্ণ।
দুঃখসুখ বি. কষ্ট ও শান্তি।
দুঃখহর বিণ. কষ্ট হরণ করে এমন।
দুঃখহরণ, দুঃখহারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী।
স্ত্রী. দুঃখহরা, দুঃখহারিণী।
দুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত।
দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3অনুতপ্ত।
স্ত্রী. দুঃখিতা।
দুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র।
স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)।
Leave a Reply