মন আমার কুসর মালা জাঠ হল রে।
চির দিন গুতায় পড়ে আটলো না রে।।
কত রকম করি দমন
কতই করি বন্ধন ছন্দন
কটাক্ষে মাতঙ্গ মন
কখন যেন যায়রে ছেড়ে।।
কপালের দোষ নইলে আমার
লোভের কুকুর হই গো এবার
মন গুনি কি হয় জানি
কখন যেন কি ঘটায় রে।।
মলয় পর্বত কাষ্ঠের
সবে সার হয়, হয় না বাঁশের
লালন বলে, কপাল দোষে
আমার বুঝি তাই হল রে।।
লালন-সঙ্গীত, পৃ. ২১৪
Leave a Reply