সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে।
বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে।।
দেখাদেখি মন কি ভাব
সুধা খেয়ে অমর হব
পার যদি ভালই ভাল
নইলে লেঠা বাধবে রে।।
কতজন সুধার আশায়,
ফণির মুখে হাত দিতে চায়,
বিষের আতস লেগে গায়
শেষে তার মরণ দশা হয় রে।।
মন তুমি কি ইহাই ভাব,
সুধা খেয়ে অমর হব,
পার যদি ভালই ভাল
তাই লালন ফকির কইয় রে।।
মোহাম্মদ মনসুরউদ্দীন, ‘পল্লীগীতি সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩০।
এই গানে সঞ্চারী স্তবকটি নেই।
Leave a Reply