দিল1 [ dila1 ] ‘দেওয়া’ ক্রিয়ার সাধারণ অতীত কালের রূপ (কাজে মন দিল)।
দিল2 [ dila2 ] বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)।
[ফা. দিল্]।
দিলখুশ, দিলখোশবিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন।
দিলখোলসা, দিলখোলা বিণ. অকপট, মন খোলা যার।
দিলদরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়।
দিলদার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক।
☐ বি. প্রেমিক।
Leave a Reply