দিন1 [ dina1 ] বি. ধর্ম (দিন-ই-ইলাহি)। [আ. দীন]।
দিন2 [ dina2 ] বি.
1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়;
2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়);
3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)।
☐ ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)।
দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)।
দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি বি. সূর্য।
দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া।
দিনকাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)।
দিনক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)।
দিনক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল।
দিনগত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন।
দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা।
দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া।
দিনদগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ।
দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে।
দিনপত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি।
দিনপাত, দিনযাপন বি. কালযাপন, কাল কাটানো।
দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া।
দিন যাওয়া দিন কাটা -র অনুরূপ।
দিনমজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ।
দিনমণি দ্র দিনকর।
দিনমান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।
দিনরাত্রি বি. দিন ও রাত্রি।
☐ ক্রি-বিণ. সারা দিনে ও রাতে।
দিনলিপি বি. ডায়েরি, রোজনামচা।
দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।
দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম।
দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ।
Leave a Reply