দিগ্-দর্শন [ dig-darśana ] বি. 1 দিক নির্ণয় বা প্রদর্শন; 2 অভিজ্ঞতা; 3 কোনো বিষয়ে বিস্তৃত আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, সংক্ষিপ্ত বর্ণনা।
[সং. দিক্ + দর্শন]।
দিগদর্শনযন্ত্র বি. দিক নির্ণয়ের যন্ত্র, কম্পাস।
দিগদর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী।
☐বি. দিগ্দর্শন যন্ত্র।
Leave a Reply