দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)।
[সং. √দাস্ + অ]।
বি. স্ত্রী. দাসী।
দাসখত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল।
দাসত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা।
দাসপ্রথা, দাসত্বপ্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা।
দাসব্যবসায়, দাসব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়।
দাসমনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব।
দাসানুদাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি।
দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র।
দাসের, দাসেরক বি. দাসীপুত্র।
Leave a Reply