দারুণ [ dāruṇa ] বিণ.
1 অতিশয় (দারুণ খিদে);
2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়);
3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর);
4 তীব্র, উগ্র (দারুণ রোদ, ‘দারুণ অগ্নিবাণে রে’: রবীন্দ্র);
5 অসহ্য (‘কান্ত পাহুন কাম দারুণ’: বিদ্যা);
6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প);
7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)।
☐ বিণ-বিণ. খুব (দারুণ ভালো)।
☐ ক্রি-বিণ.
1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে);
2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)।
[সং. √ দৃ + ণিচ্ + উন]।
Leave a Reply