মনের লেঙ্গুটি এঁটে কর রে ফকিরী।
আমানতের ঘরে যেন না হয় নাক চুরি।।
এদেশে দেখি সদায়
ডাকিনী বাঘিনীর ভয়
দিনেতে মানুষ ধরে খায়
থাকবে হুঁসিয়ারী।।
বারে বারে বলি মন
কররে আত্ম সাধন
আকর্ষণে দুষ্ট মার
ধরি ধরি।।
কাজ দেখি বড় ফোড়ে
লেংটি তোমার নড়বড়ে
খাটবে নারে লালন ভেড়ে
টাকশালে চাতুরী।।
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৯
Leave a Reply