দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)।
[সং. √ দৃ + অ]।
দারকর্ম, দারগ্রহণ, দারপরিগ্রহ, দারপরিগ্রহ বি. বিবাহ।
দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উত্পন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)।
[ফা.দার]।
দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)।
Leave a Reply