মন রে আত্মতত্ত্ব না জানিলে
ভজন হবে না, পড়বি রে গোলে।।
আগে জান গে কালুল্লা
আয়নাল হক আল্লা
যারে মানুষ বলে।
পড়ে ভূত মন আর
হোস নে বারংবার
একবার দেখ না প্রেম নয়ন খুলে।।
আপনি সাঁই ফকির
আপনি হয় ফিকির
ও সে নিলে ছলে।
আপনারে আপনি
ভুলে রব্বানি
আপনি ভাসে আপন প্রেম বলে।।
লা-এলাহা এন্তান
এল্লাল্লাহ জীবন
আজ প্রেম জাগলে।
লালল ফকির কয়,
যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৮১;
লালন-গীতিকা, পৃ. ১৭১ (কথান্তরঃ’আজ প্রেম জাগলে’ স্থলে ‘আছে প্রেম যুগলে’)।
Leave a Reply