দাম1 [ dāma1 ] (-মন্) বি. দড়ি, বন্ধনরজ্জু (দামোদর); 2 রেখা, ছটা (বিদ্যুদ্দাম); 3 মালা (কুসুমদাম); 4 গুচ্ছ (কেশদাম); 5 শৈবাল, দল, জলজ উদ্ভিদবিশেষ।
[সং. √ দো + মন্]।
দাম2 [ dāma2 ] বি. 1 মূল্য, দর (জিনিসপত্রের দাম); 2 মর্যাদা, গুরুত্ব (তার কথার দাম নেই)।
[সং. দ্রস্ম তু. গ্রি. drachma]।
Leave a Reply