দাবা1 [ dābā1 ] ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)।
☐ বি. উক্ত দুই অর্থে।
[দাপ দ্র]।
দাবানো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
দাবা2 [ dābā2 ] বি. 1 শতরঞ্জ খেলা; 2 ওই খেলার ঘুঁটিবিশেষ, মন্ত্রী।
[দেশি]।
Leave a Reply