দাদা [ dādā ] বি.
1 জ্যেষ্ঠভ্রাতা, বড় ভাই;
2 ঠাকুরদাদা, পিতামহ বা মাতামহ;
3 পৌত্র দৌহিত্র প্রভৃতিকে বা বয়ঃকনিষ্ঠকে স্নেহসম্বোধন;
4বয়োজ্যোষ্ঠ ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন।
[সং. তাত > তাদ, অথবা দায়াদ (পুত্র, জ্ঞাতি)-তু. তুর্. দাদা]।
দাদাঠাকুর বি.
1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন;
2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন।
দাদাবাবু বি.
1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি;
2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি।
দাদামশাই, দাদামহাশয়, দাদামশায় বি. মাতার পিতা বা পিতৃব্য।
দাদাশ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ।
Leave a Reply