দাতা [ dātā ] (-তৃ) বিণ.
1 দানকারী, যে দান করে;
2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা);
3 বদান্য, দানশীল (দাতাকর্ণ);
4 সম্প্রদানকারী (কন্যাদাতা)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ দা + তৃ]।
স্ত্রী. দাত্রী।
দাতাকর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি।
দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা।
Leave a Reply