মন তুমি সহজে কি সই১ হবা।
ভাবার ঘরে মুগুর পলে
সেই দিনে গা টের পাবা।।
চিরদিন ইচ্ছা মনে তুমি
আইল ড্যামাইয়া ঘাস২ খাবা।
বাহার৩ তো গেল চলে
পথে যাও ঠ্যালা পেলে
কোনদিন পাতাল ধাবা।
তবু তোমার যায় না এবার
ট্যারা চলন বদ-লোভা।।
সুখের আশা থাকলে মনে
দুখের ভার নিদানে
অবশ্য মাথায় নিবা।
ইল্লতে৪ স্বভাব হলে
পানিতে যায় না ধুলে
খাজলতি৫ কিসে থুবা।
ফকির লালন বলে, হিসাব কালে
সকল ফিকির হারাবা।।
লালন-পরিক্রমা, ৩য় খণ্ড, পৃ. ২০, ৪৪
১. সই- সোজা;
২. ড্যামাইয়া- ডিঙাইয়া; (আঞ্চলিক শব্দ)। ‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া’ প্রবাদের সমতুল ‘আইল ডিঙিয়ে ঘাস খাওয়া’ প্রবাদটি।
৩. বাহার- চমক, এখানে যৌবনকাল;
৪. ইল্লত- খারাপ;
৫. খাজলত<খাসলত-বদ স্বভাব।
Leave a Reply