দাগা1 [ dāgā1 ] ক্রি.
1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও);
2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা);
3 চিহ্নিত করা (ষাঁড় দাগা);
4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[ফা. দাগ + বাং. আ]।
দাগানো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
দাগা2 [ dāgā2 ] বি.
1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া);
2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)।
[ফা.দগা]।
দাগাদার বিণ.
1 অনিষ্টকারী;
2 কলঙ্কসৃষ্টিকারী;
3 বিশ্বাসঘাতক।
দাগাদারি বি.
1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি;
2 বিশ্বাসঘাতক।
দাগাবাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ।
দাগাবাজি বি. প্রতারণা, জুয়াচুরি।
দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা।
Leave a Reply