দাঁড়ি1 [ dān̐ḍ়i1 ] বি.
1 পূর্ণচ্ছেদের চিহ্ন (।);
2 তুলাদণ্ড, মানদণ্ড, (দাঁড়িতে মাপা)।
[বাং. দাঁড় + ই (ক্ষুদ্রার্থে)]।
দাঁড়ি দেওয়া ক্রি. বি. থামা, বিরত হওয়া (আমি এইখানে দাঁড়ি দিলাম)।
দাঁড়িপাল্লা বি. তুলাদণ্ড।
দাঁড়ি2 [ dān̐ḍ়i2 ] বি. যে দাঁড় টানে, মাঝি।
[বাং. দাঁড় + ই (জীবিকার্থে)]।
Leave a Reply