দাঁড়া1 [ dān̐ḍ়ā1 ] বিণ.
1 মেরুদণ্ড (শিরদাঁড়া);
2 কাঁকড়া চিংড়ি ইত্যাদির শক্ত ও বড়ো দণ্ড;
3 শুঁড় (আরশোলার দাঁড়া)।
[সং. দণ়্ড]।
দাঁড়া2 [ dān̐ḍ়ā2 ] বি. প্রথা, রেওয়াজ, ধারা (উলটো দাঁড়া)।
[সং. ধারা]।
দাঁড়া3 [ dān̐ḍ়ā3 ] ক্রি. দাঁড়ানো।
[< সং. √ দণ্ডায়]।
দাঁড়ানো ক্রি.
1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও);
2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই);
3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না);
4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব);
5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও);
6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে);
7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে);
8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে);
9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না);
1০ পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)।
☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)।
☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।
Leave a Reply