দাঁড় [ dān̐ḍ় ] বি.
1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া);
2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)।
☐ বিণ.
1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে);
2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল);
3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?);
4 উপস্হিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?);
5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?);
6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)।
[সং. দণ়্ড]।
Leave a Reply