মন আমার কি ছার গৌরব করছ ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা,
বন্ধ হতে দের কি হবে।।
থাকতে হাওয়ার হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে।।
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে।।
ভবে আসার আগে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১৮-১৯;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৭-৩৮;
কথান্তরঃ
মন আমার কি ছার গৌরব করছো ভবে!
দেখ না রে সব হাওয়ার খেলা,
হাওয়া বন্ধ হতে দেরী কি হবে?
থাকতে হাওয়ার হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন যেন কু ঘটাবে।
বন্ধ হলে এ হাওয়াটী,
মাটীর দেহ হবে মাটী
দেখে শুনে হওনা খাঁটী
মন! কে তোরে কত বুঝাবে।।
ভবে আসার আগে যখন,
বলেছিলে কর্ম সাধন
লালন বলে সে কথা মন,
ভুলেছো এই ভবের লোভে।।
মুহম্মদ মনসুরউদ্দীন, ‘শাহ লালন ফকিরের গান’, প্রবাসী, ফাল্গুন ১৩৩৩;
হারামণি, ১ম খণ্ড, পৃ. ৪৩-৪৪;
হারামণি, ৪র্থ খণ্ড, পৃ. ৬৯
Leave a Reply