দাওয়া1 [ dāōẏā1 ] বি.
1 স্বত্ব, অধিকার;
2 পাওনা (দাবিদাওয়া)।
[আ. দাওয়া-তু. হি. দাবা]।
দাওয়া2 [ dāōẏā2 ] বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)।
[দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]।
দাওয়া3, দাওয়াই [ dāōẏā3, dāōẏāi ] বি. ওষুধ।
[আ. দওয়া]।
দাওয়াখানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা।
Leave a Reply