দশা [ daśā ] বি.
1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা);
2 ধরন, গতিক (মনের দশা);
3 প্রদীপের পলতে বা সলতে;
4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ;
5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু;
6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা);
7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি);
8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব;
9 সমাধি, ভাবাবেশ;
1০ বস্ত্রের প্রান্ত।
[সং. √ দন্শ্ + অ + আ]।
দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া।
দশাবিপর্যয়, দশাস্তর বি. দুরবস্হা, দুর্দশা।
Leave a Reply