দশ [ daśa ] (-শন্) বি.
1 ১০ সংখ্যা;
2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, ‘দশে মিলি করি কাজ’);
3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)।
☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)।
[সং. দশন্]।
দশক বি.
1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3;
2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি;
3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)।
দশ কথা বি.
1অনেক কথা; কথা-কথান্তর;
2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)।
দশকর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ।
দশকর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়।
দশকোশি বি. দশ ক্রোশের পথ।
দশকোষী বি. কীর্তনগানের তালবিশেষ।
দশগুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)।
দশচক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা।
দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল।
দশ দশা দ্র দশা।
দশদিক দ্র দিক।
দশনামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।
দশপঁচিশ বি. কড়ি খেলাবিশেষ।
দশবল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব।
দশভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী।
দশম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক।
দশমহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)।
দশমাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার।
দশমিক বিণ.
1 দশমাংশসম্বন্ধীয়;
2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal.
☐ বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী।
দশমী বি. তিথিবিশেষ।
দশমী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু।
দশমীস্হ বিণ. বৃদ্ধ।
দশমূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়।
দশরথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা।
দশসালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)।
দশহরা বি.
1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন;
2 বিজয়া দশমী।
Leave a Reply