ভুলব না ভুলব না বলি,
কাজের বেলা ঠিক থাকে না।
আমি বলি ভুলব না রে,
স্বভাব ছাড়ে না মোরে,
কটাক্ষে১ মন পাগল করে
দিব্য জ্ঞানে দিয়ে হানা।।
সঙ্গ গুণে রঙ্গে ধরে,
জানিলাম কার্য অনুসারে।
কি-সঙ্গে সম্বন্ধ জুড়ে,
সুমতি মোর গেল ছেড়ে
খাবি খেলাম আপায় পড়ে
এ লজ্জা ধুলেও তো যায় না।।২
যে চোরের দায়ে দেশান্তরি,
সে চোর দেখি সঙ্গ ধরি,
মদন রাজার ডঙ্কা ভারি
কাম-জ্বালা দেয় সন্তোষপুরী
ভুলে যায় মোর মন-কাণ্ডারী
কি করিবে গুণরি জনা।।
রঙ্গে মেতে সঙ সাজিয়ে,
বসে আছি মগন হয়ে
সু-আকারে সঙ্গ করে
জানতাম যদি স-সঙ্গ রে
লালন বলে, তবে কি রে
ছেঁচোড়ে মারে মালখানা।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৯-২০০
লালন-গীতিকা, পৃ. ২৯১-৯২
১. হারামনি, ৫ম খণ্ডে ধুয়ার ‘কটাক্ষে’র স্থলে ‘হঠাত্’ কথান্তর আছে।
২. সঙ্গ গুণে রঙ্গে ধরে
জানলেম কার্য অনুসারে
সু-আকারে সঙ্গে রেখে
রাখতাম সু-সঙ্গে রে
লালন বলে তবে কি রে
সে চোরে মারে এ জালখানা।। – ঐ, পৃ. ৩-৪
Leave a Reply