স্ট্রবেরি এত ভালো লাগে, এত চোখমুখ আঁকা পাখি
চকলেট লাগে না ভালো, প্ররোচনা দূরে ঠেলে রাখি।
ম্যাংগো টেবিলে টেবিলে প্রলোভন আঁকা জরি
ভ্যানিলা যেন ঘাগরা-ওড়ানো ঘূর্ণমান পরি!
অনেকে মিশ্রিত ফ্লেভারে খুঁজে পায় মোহনীয় টান,
শাস্ত্রেও রয়েছে একাধিক ফ্লেভারের বিধান।
স্ট্রবেরির প্রতি প্রারম্ভিক মুগ্ধতা কেটে যায় ধীরে
প্রত্যেক ফ্লেভারের রূপরসগন্ধ ফুটে ওঠে নীড়ে।
বহুকাল ধরে আইসক্রিম পারলারে গিয়ে দেখি নিখাদ
ম্যাংগো, ভ্যানিলা, চকলেট সব—ওই স্ট্রবেরি স্বাদ!
বুঝেছি স্বাদের পার্থক্যটুকু টাগরায় আঁকা চাঁদ
বস্তুত সকলে নমিত তারা শোভিত বাঁকা ফাঁদ!
নিয়ে গেছে ঠান্ডা শীতল অপরূপ মৃত্যুর ঘরে
বিঁধে পেলব, কোমল আর মখমল-ঘেরা শরে।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২২, ২০১১
Leave a Reply