দল [ dala ] বি.
1 পল্লব, পাতা (বিল্বদল);
2 পাপড়ি (শতদল);
3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল);
4 জোট (দল বেঁধে এল);
5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা);
6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, ‘গানগুলি মোর শৈবালেরই দল’: রবীন্দ্র);
7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)।
[সং. √ দল্ + অ]।
দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া (‘নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে’: তারা.); ঘোঁট পাকানো।
দলে ভারী সংখ্যায় অনেক।
দলকচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ।
দলগত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)।
দলছাড়া, দলচ্যুত, দলভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত।
দলছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া।
দলত্যাগ বি. দল ছেড়ে দেওয়া।
দলপতি বি. সর্দার, নেতা।
দলবদ্ধ বিণ. একদলে মিলিত।
দলবল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)।
দলভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত।
দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ।
দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত।
দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)।
Leave a Reply