দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)।
[সং. √ দৃশ্ + বাং. আ]।
দর্শানো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)।
☐ বি. উক্ত অর্থে।
দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত।
[সং. √ দৃশ্ + ণিচ্ + ত]।
দর্শী (-র্শিন্) বিণ.
1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী);
2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।
Leave a Reply