দর্শন [ darśana ] বি.
1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না);
2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না);
3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন);
4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন);
5 চক্ষু (দর্শনেন্দ্রিয়);
6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন);
7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)।
[সং. √ দৃশ্ + অন]।
দর্শনদারি, দর্শনডারি, দর্শনডালি বি. রূপের বিচার (‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’)।
☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)।
[সং. দর্শন + ফা. দার + বাং.ই]।
দর্শনি, দর্শনী বি.
1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী);
2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি;
3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ;
4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।
Leave a Reply