দরবার [ darabāra ] বি.
1 রাজসভা;
2 সভা;
3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা;
4 আদালত (বিধাতার দরবারে);
5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)।
[ফা. দরবার]।
দরবারি বিণ.
1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক);
2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত);
3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)।
☐ বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ।
দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ।
Leave a Reply