দর1 [ dara1 ] বি.
1 গহ্বর, গর্ত (‘মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে’: ভা. চ.);
2 পর্বতের ফাটল;
3 ভয় (‘দর-তিমির’);
4 কম্প;
5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)।
[সং. √ দৃ + অ]।
দরদর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)।
☐ বিণ. প্রবল ধারায় ঝরছে এমন।
দরবিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন।
দর2 [ dara2 ] বি.
1 মূল্য, দাম;
2 মূল্যের হার, নিরিখ;
3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)।
[তু. হি. দর্]।
দরকষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি।
দরদস্তুর দরদাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি।
দর3 [ dara3 ] বিণ. অল্প, ঈষত্ (দরকাঁচা)।
[ফা. দর্ (=কম)]।
দরকচা, দরকাঁচা, দড়-কচা, দড়-কাঁচা বিণ. আধপাকা, আধকাঁচা।
Leave a Reply